• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২২, ২১:০৩ | আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২১:১১
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৯ জন আহত হয়েছেন।

রোববার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার মির্জাচর ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- রুবেল মিয়া (৩০) ও মো. মামুন মিয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক এই দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ২ মাস ধরে আশরাফুল হকের সমর্থকরা এলাকার বাইরে অবস্থান করছিল।

রোববার সকালে আশরাফুল হকের সমর্থকরা এলাকায় প্রবেশ করতে চাইলে জাকির গ্রুপ বাধা দেয়। একপর্যায়ে তারা পিছু হটে পার্শবর্তী ইউনিয়ন মির্জারচরে পালিয়ে যায়। সেখানে গেলে আশরাফুল হকের সমর্থকরা সেখানকার স্থানীয় লোকজন নিয়ে হামলা করে। দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে এ সময় দু’গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই রুবেল মিয়ার মৃত্যু হয় এবং দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মামুন মিয়ার অবস্থা গুরুতর ছিল। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোবিন্দ সরকার জানান, পুনরায় সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


পূর্বপশ্চিম/এএন

রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২,সংঘর্ষে নিহত ২,রায়পুরায়

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close