• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

আড়াই যুগ পর অপারেশন সরকারি হাসপাতালে

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০২২, ১৯:১৪
কুমিল্লা প্রতিনিধি
হোমনা ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল

কুমিল্লার হোমনা ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে এক হার্নিয়া রোগীর অপারেশনের মধ্য দিয়ে দীর্ঘ আড়াই যুগ পর অপারেশন থিয়েটারের শুভ যাত্রা হয়েছে। আলজাবের ফাহিম (৩৫) নামের ওই রোগী সুস্থ থাকায় অপারেশনটি সফল হয়েছে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ৩০ বছর পর ওই অপারেশনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু হয়েছে।

অপারেশনটিতে অংশগ্রহণ করেন- সার্জারি চিকিৎসক ডা. এমএম মাহবুবুর রহমান, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. মো. গোলাম সরওয়ার, মেডিকেল অফিসার ডা. লুৎফর নাহার নিবির, ডা. মো. শহিদ উল্লাহ।

রোগী ফাহিম বলেন, হার্নিয়ার কারণে আমার শারীরিক নানা সমস্যা ছিল। পাশের বাড়ির একজনের পরামর্শে হোমনা হাসপাতালে ভর্তি হই। ভর্তি হওয়ার পর থেকেই ডা. এমএম মাহবুবুর রহমান আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন ও বিনামূল্যে এ অপারেশন করেছেন। ডাক্তারদের সেবা ও কার্যক্রম দেখে আমি খুবই সন্তুষ্ট। বর্তমানে আমি সুস্থ আছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার বলেন, ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে এখন থেকে সব সেবা কার্যক্রমে স্বয়ংসম্পূর্ণ। এরপর থেকে সব ধরনের অপারেশন করতে পারব।

পূর্বপশ্চিমবিডি/জেএস

হোমনা ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল,কুমিল্লা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close