• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

প্রশাসনের হস্তক্ষেপে নিজ ঘরে ফিরলেন বৃদ্ধা

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০২২, ১৭:১৭
নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রাামে ছেলে ও বউয়ের অত্যাচারে গোয়াল ঘরে আশ্রয় নেওয়া ৯২ বছর বয়সী শাহাজাদী বেগমকে নিজ ঘরে তুলে দিলেন উপজেলা প্রশাসন।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জহুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান, ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়ার হস্তক্ষেপে তাকে নিজ ঘরে তুলে দেওয়া হয়।

এলাবাসী সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রাামের মৃত আবুল হোসেন শেখের স্ত্রী শাহাজাদী বেগমের দুই ছেলে শরিফুল শেখ(৪৫) ও রফিকুল শেখ (৫০) তাদের মাসহ একটি ঘরের তিনটি রুমে আলাদা ভাবে বসবাস করত। দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ৭ জানুয়ারি ছোটভাই শরিফুল শেখ ও তার বউ মিলে বৃদ্ধা মা শাহাজাদী ও বড় ভাই রফিকুল শেখকে ২টি শিশু সন্তানসহ জোরপূর্বক ঘর থেকে নামিয়ে দেয়। উপায়ান্ত না পেয়ে বৃদ্ধা মা ও স্ত্রী সন্তানদের নিয়ে গোয়াল ঘরে আশ্রয় নেন ভাই রফিকুল শেখ। ঘটনাটি স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে সেটি ভাইরাল হয় এবং গণমাধ্যমে ও প্রশাসনের চোখে পড়ে।

নিজ ঘরে ঠাঁই পাওয়া বৃদ্ধা শাহাজাদী বেগম জানান, ‘আমার ছেলে ও বিটার বউ আমারে ও আমার ছেলে ও পুতাদের ঘর থেকে তাড়িয়ে দিলে কোনো উপায় না পেয়ে আমরা গুয়াল ঘরে উঠি। তুমরা আমারে আবারো ঘরে থাকতি দিলে আল্লাহ তোমাগে ভাল রাহুক।’

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল ইসলাম জানান, ছোট ভাই শরিফুল শেখ বৃদ্ধা মা ও বড় ভাইকে ঘর থেকে নামিয়ে গোয়াল ঘরে থাকতে দিয়েছে বিষয়টি অমানবিক। আমরা বিষয়টি জানার পর আজ তাদের ঘরে বসবাসের ব্যাবস্থা করে দিয়েছি। তবে দুই ভাইয়ের পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয়ে আগামী রোববার শুনানি করে স্থায়ী সমাধান করা হবে।

পূর্বপশ্চিমবিডি/জিএস

নড়াইল,বৃদ্ধা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close