• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাণীনগরে বাইসাইকেল পেলো গ্রাম পুলিশরা

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২২, ১৭:৩২
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে গ্রাম পুলিশকে আধুনিকায়ন ও তাদের কর্মকান্ডকে আরো বেগমান করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৬৪ জন গ্রাম পুলিশ সদস্য ও সদস্যাদের হাতে উপকরণ হিসেবে সরকারের পক্ষ থেকে একটি করে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

এছাড়া নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বছরের শুরুর দিকে এক সেট করে নতুন পোষাক ও একটি করে ছাতাও বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, উপজেলা পরিষদ সিএ আনছার আলী প্রমুখ।

এ সময় অতিথিরা বলেন গ্রাম পুলিশকে আধুনিকায়ন করার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। তাদের চলাফেরা আরো সহজীকরণ করতে সরকারের পক্ষ থেকে গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেলও প্রদান করা হচ্ছে যেন তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নের বার্তা ও সেবা পৌঁছে দিতে পারেন।


পূর্বপশ্চিমবিডি/জিএস

নওগাঁ,রাণীনগর,গ্রাম পুলিশরা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close