• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

নাসিক নির্বাচন: ৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০২২, ২০:২১
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সর্বমোট ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রকেই ঝূকিঁপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকে সবগুলো ভোট কেন্দ্রেই ইভিএম মেশিনের সাহায্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং ভোট দেয়ার পরিবেশ সুষ্ঠু রাখতে ৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নারায়ণগঞ্জ শহর জুড়ে । প্রতি কেন্দ্রে ২০ থেকে ২৫ জন আইন শৃংখলা বাহিনীর সদস্য থাকবে।

ভোট সুষ্ঠু করতে প্রার্থীসহ সব দলের নেতা কর্মীদের সহযোগিতা চাইলেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা খানম। গতকাল সরকার দলীয় এমপি নৌকার প্রার্থীর পথসভায় মঞ্চে উঠে আচরণবিধি ভঙ্গ করেছেন কিনা সেটা অভিযোগ পেলে খতিয়ে দেখবে ইসি।

এবছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ১৭ হাজার। এরই মধ্যে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচরণা শেষ করেছেন। জয়ের ব্যাপারে দুই প্রার্থীই আশাবাদী।


পূর্বপশ্চিমবিডি/জিএস

নাসিক নির্বাচন,আইনশৃঙ্খলা বাহিনী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close