• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

অবৈধভাবে বালু উত্তোলন, বাধা দেওয়ায় পিটিয়ে হত্যাচেষ্টা

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০২২, ১৯:৫৯ | আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২১:০১
সাভার প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে বাধা দেওয়ায় ওয়াসিম মোল্লা (৩৯) নামে একজনকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বালু ব্যবসায়ী মো: আবু সরদারের বিরুদ্ধে।

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামে দাউদ আলীর দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করে এলাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে আবু সরদার, হোসেন সরদার, উজ্জল সরদার। ওয়াসিম মোল্লা তাদের বালু উত্তোলনে বাধা দেওয়ায় মো: দাউদ আলীর দোকানের সামনে ওয়াসিম মোল্লাকে পিটিয়ে আহত করে আবু সরদারের লোকজন। পরে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওয়াসিম মোল্লা বলেন, আমার পৈত্রিক জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় আমি তাদের বাধা দেওয়ার কারণে আবু সরদারের লোকজন ক্ষিপ্ত হয়ে আমার উপর আক্রমণ করে।

এই বিষয়ে আবু সরদারে ছেলে উজ্জ্বল বলেন, আমরা আমাদের জায়গায় বালু উত্তোলন করছি। এ সময় ওয়াসিম মোল্লা আমাদের বালু উত্তোলনের পাইপ ভেঙে ফেলে। যার কারণে তাকে কিল ঘুসি দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী মুদি দোকানদার দাউদ আলী বলেন, ওয়াসিম মোল্লা আমার দোকানে মোবাইলে টাকা লোড দিতে আসলে আবু সরদারের লোকজন এসে ওয়াসিম মোল্লাকে মারধর করে। তখন আমি তাদের ঠেকানোর চেষ্টা করি।

ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: জুলফিকার বলেন, লিখিতো লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


পূর্বপশ্চিমবিডি/এএন

হত্যা চেষ্টা,অবৈধভাবে বালু উত্তোলন,ধামরাই

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close