• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

জিম্বাবুয়ে আসছে আজ  

প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৪, ১১:০১
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ বিকেলে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দুবাই হয়ে বিকেল ৫টায় অতিথিরা ঢাকায় পৌঁছবে। পরবর্তীতে সন্ধ্যার ফ্লাইটে তারা চলে যাবে চট্টগ্রামে।

বন্দরনগরী চট্টগ্রামে প্রথম তিন টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ৩, ৫ ও ৭ মে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ঢাকায় ১০ ও ১২ মে হবে শেষ দুই ম্যাচ। ১৭ দিনের সফর শেষে ১৩ মে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

২০২০ সালের পর জিম্বাবুয়ে ক্রিকেট দল আবার বাংলাদেশে আসছে। সেবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসলেও এবার কেবল টি-টোয়েন্টি ম্যাচ খেলতে অতিথিরা। শক্তিশালী দল নিয়ে জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে আসছে। দলের নেতৃত্ব থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। এই সিরিজ খেলার জন্য আইপিএলের মঞ্চ ছেড়েছেন তিনি।

তাদের স্কোয়াডে আছেন ১ নতুন মুখ। জনাথন ক্যাম্পবেলকে নিয়ে আসছে তারা। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ২৬ বছর বয়সী ছেলে জনাথন। ১৯৯৯ সালে অ্যালিস্টার ক্যাম্পবেল বাংলাদেশে খেলেছিলেন। তখন জনাথনের বয়স ছিল কেবল ১ বছর ৩ মাস। ২৫ বছর পর বাবার পর ছেলের আগমন হচ্ছে বাংলাদেশে।

এছাড়া জিম্বাবুয়ে দলে আছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির মতো ক্রিকেটার। দলে ফিরেছেন তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরাম।

জিম্বাবুয়ে স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, বেনেট ব্রায়ান, রায়ান বার্ল, জনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এন্ডলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ,ক্রিকেট,টি-টোয়েন্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close