• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরছেন আমির

প্রকাশ:  ২৪ মার্চ ২০২৪, ২২:৪৭
পূর্বপশ্চিম ডেস্ক

অবসর ভেঙে আবার ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ আমির। আগামী জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভাঙার এই সিদ্ধান্ত নেন আমির।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি! জীবন আমাদের এমন বিন্দুতে নিয়ে আসে যেখানে কখনও কখনও আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হয়। আমার এবং পিসিবির মধ্যে কিছু ইতিবাচক আলোচনা হয়েছে। যেখানে তারা সম্মানের সাথে আমার প্রয়োজন অনুভব করে বলে জানিয়েছে। পাকিস্তানের জন্য আমি এখনও খেলতে পারি।”

তিনি লিখেন, “পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে আলোচনার পরে সিদ্ধান্ত জানাচ্ছি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি খেলতে পারব।”

এই আরও লেখেন, “ব্যক্তিগত হিসেবের ঊর্ধ্বে আমি আমার দেশের জন্য এটি (প্রত্যাবর্তন) করতে চাই। (পাকিস্তানের) সবুজ জার্সি পরা এবং দেশের সেবা করা সবসময়ই আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল এবং থাকবে।’’

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। অবসরের কারণ হিসেবে তখন উল্লেখ করেছিলেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে তার মতবিরোধ। ওই বছরের ৩০ আগস্ট ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে শেষবার খেলেছিলেন তিনি।

পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের অবসর থেকে বেরিয়ে আসার একদিন পর এই ঘোষণা এলো।

ক্রিকেট,পাকিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close