• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফাইনালের আগে দুরন্ত বাংলাদেশ, ভুটানকে বড় ব্যবধানে হারাল মেয়েরা

প্রকাশ:  ০৮ মার্চ ২০২৪, ২১:০৫
পূর্বপশ্চিম ডেস্ক

নেপাল ও ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার (৮ মার্চ) লিগ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

এর মাধ্যমে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে থেকে ফাইনালে খেলবে সাইফুল বারী টিটুর দল। আগামী রবিবার নেপালের কাঠমুন্ডুর আনফা কমপ্লেক্সে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

শুক্রবার ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে ফাতেমা আক্তারের ক্রস ঠেকাতে বক্সের সামনে চলে এসেছিলেন ভুটানি গোলরক্ষক কেলজাং ওয়াংমো। গোলরক্ষক বল গ্লাভসে নেওয়ার আগেই হেডে টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল তুলে নেন সুরভী আকন্দ প্রীতি।

৩৩ মিনিটে দৃষ্টিনন্দন একটি গোল করেন ফাতেমা। মাঝমাঠ থেকে ডান পায়ের দূরপাল্লার ফ্রি-কিকে ফাতেমা লক্ষ্যভেদ করেন। গোলরক্ষক লাফিয়েও বলের নাগাল পাননি। দুই মিনিট পর ফাতেমা গোল করালেন ক্রানুচিং মারমাকে দিয়ে।

দ্বিতীয়ার্ধেও দাপুটে খেলা বজায় রাখে বাংলাদেশের মেয়েরা। ব্যবধান ৪-০ করেন সাথী মুন্ডা। ৬৯ মিনিটে ব্যবধানটা আরও বড় করেন থুইনুই। আগের মিনিটে তার একটি শট ঠেকান ভুটান গোলকিপার। পরের মিনিটে মৌমিতা খাতুনের ক্রস ধরে দূর পোস্টে জোরালো শট নেন থুইনুই, বল ভুটান গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। ৭৭ মিনিটে প্রীতি একাই বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে দলের হয়ে ষষ্ঠ গোল করেন।

ফুটবল,ভুটান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close