• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এশিয়ান কাপ

জাপানকে পরাজিত করে সেমিফাইনালে ইরান

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪১
নিজস্ব প্রতিবেদক

এশিয়ান কাপের রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন জাপানের পথচলা কোয়ার্টার ফাইনালেই থেমে গেল। যোগ করা ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জাপানের হৃদয় ভাঙেন ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবক্স। তাতে ২-১ গোলে ম্যাচ জিতে টুর্ণামেন্টের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ইরান।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ২৮ মিনিটে হিদেমাসা মোরিতার গোলে এগিয়ে যায় জাপান।

মধ্য বিরতি থেকে ফেরার দশ মিনিটের মধ্যেই ইরানকে সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি। এক পর্যায়ে ভাবা হচ্ছিল ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে কিন্তু বক্সের ভেতর হোসেইন কানানিজাদেগানকে ফেলে দেন কও ইতাকুরা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চাপকে জয় করে সফল স্পট কিকে ইরানকে সেমিফাইনালে নিয়ে যান আলিরেজা জাহানবক্স

এর আগে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া এবং তাজিকিস্তানকে ১-০ গোলে হারিয়েছে জর্ডান।

প্রথম সেমিতে মুখোমুখি হবে এই দুই দল। আর অন্য সেমিতে ইরানের প্রতিপক্ষ কাতার এবং উজবেকিস্তানের মধ্যকার জয়ী দল।

ফুটবল,জাপান,এশিয়া কাপ,ইরান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close