• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জিতলেতো সবার ভালোই লাগে’

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৪
পূর্বপশ্চিম ডেস্ক

ক্যান্ডি থেকে বাংলাদেশ দল হোটেল ত্যাগ করে বিরস মুখে, ঘুম চোখে। আগের রাতে শ্রীলঙ্কার বিপক্ষে হার, পরদিন সকালে লাহোরের বিমান ধরা; সবমিলিয়ে সাকিব আল হাসানের দল চরম অস্বস্তিতে। সেই অস্বস্তি কেটে গেছে দু’দিনের ব্যবধানে।

আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানের বিশাল জয়ে এক প্রকার নিশ্চিত হয়ে গেছে সুপার ফোর। বাংলাদেশ দলে এখন বিরাজ করছে স্বস্তির হাওয়া। তাইতো পাকিস্তান থেকে টিম ম্যানেজম্যান্টের এক সদস্য মুঠোফোনে বলছেন, ‘জিতলেতো সবার ভালোই লাগে।’

প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মুখ থুবড়ে পড়েছিল টাইগার ব্যাটিং লাইনআপ। আফগানদের বিপক্ষে ছিল তার উল্টো। আগে ব্যাটিং করে গড়েছে এশিয়া কাপে সর্বোচ্চ দলীয় স্কোর (৩৩৪)। আর বল হাতেও দারুণ করেছে তাসকিন আহমেদ অ্যান্ড কোং। ব্যাটে-বলে পারফরম্যান্স নিয়ে কোনো দুর্ভাবনাও কাজ করছে না টিম ম্যানেজম্যান্টের মধ্যে।

আজ (সোমবার) সারাদিন টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ। জিম-পুল করে সাকিব-তাসকিনরা সতেজ থাকার চেষ্টা করেছেন। আগামীকাল সকাল থেকে আছে অনুশীলন। পরদিন লাহোরে পাকিস্তানের বিপক্ষে অগ্নিপরীক্ষা। ফজল হক ফারুকি-রশিদ খানদের বিপক্ষে লেটার মার্ক পেয়ে পাশ করেছে লাল সবুজের দল। এবার সামনে শাহিন আফ্রিদি-নাসিম শাহরা।

প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান মেহেদি হাসান মিরাজ বলছেন শাহিন-নাসিমদের নিয়ে তারা ভাবছেন না, ‘আমি নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে চিন্তিত নই। আমি শুধু ভালো খেলতে চাই। এটা আমার জন্য দারুণ একটি সুযোগ যদি পরবর্তী ম্যাচেও আমাকে ওপেনিংয়ে খেলানো হয়।’

বাংলাদেশ,এশিয়া কাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close