• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কন্ডিশনিং ক্যাম্প

টাকার অভাবে ভারত যাওয়া হচ্ছে না যুব হকি দলের

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০২৩, ২৩:০০
স্পোর্টস ডেস্ক

টাকার অভাবে কন্ডিশনিং ক্যাম্প করতে ভারত যাওয়া হচ্ছে না যুব হকি দলের (অনূর্ধ্ব-২১)। এমনকি চলমান ক্যাম্পও বন্ধ হয়ে যেতে পারে বলে রোববার (৯ এপ্রিল) জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ।

আগামী ২৩ মে ওমানে শুরু হতে যাওয়া এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে চলছিলো বাংলাদেশ যুব হকি দলের ক্যাম্প। খেলোয়াড়দের ২৮ দিনের কন্ডিশনিং ক্যাম্পের জন্য দেশটির হরিয়ানা ও জলন্ধরে পাঠানোর উদ্যোগও নিয়েছিলো ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, নিজের টাকায় আমি দলের ক্যাম্প চালাচ্ছি এবং ভারতে পাঠানোর উদ্যোগ নিয়েছিলাম। ভারত যাওয়ার জন্য দলের জিওতে আমার পরিবারের কয়েকজনের নাম আছে। এ নিয়ে সমালোচনা হওয়ায় আমি কষ্ট পেয়েছি। আমার পরিবার ছোট হয়েছে। যে কারণে, দলকে ভারত পাঠাতে চাচ্ছি না। ১২ এপ্রিল দলের ভারত যাওয়ার কথা ছিলো। এমনকি দলের ক্যাম্পও বন্ধ হয়ে যেতে পারে। কারণ, আমি পৃষ্ঠপোষকতা করছিলাম, এখন আর করবো না।

ভারত না পাঠালে বিকল্প হিসেবে যুব দলের জন্য অনুশীলনের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সে রকম কোনো পরিকল্পনা নেই। আমি তো বললামই- ক্যাম্পও বন্ধ হয়ে যেতে পারে।

কিন্তু ওমানে দল পাঠাতে হলেও তো অনেক টাকার প্রয়োজন হবে। তখন কী করবেন? জবাবে মমিনুল হক সাঈদ বলেন, ফেডারেশন মাধ্যমে যদি স্পন্সর পাওয়া যায় তাহলে দল যাবে, না পেলে যাবে না। আমি পৃষ্ঠপোষকতা করছি না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কন্ডিশনিং ক্যাম্প,হকি দল,যুব,ভারত,অভাব,টাকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close