• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিপিএল ইস্যুতে সৌরভ বলেন, ‘পাপন ভাই ডাকলে ভেবে দেখবো’

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৯
স্পোর্টস ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত মেয়র কাপ ক্রিকেট উপলক্ষে বর্তমানে ঢাকায় আছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) দেশের ক্রিকেটের উন্নয়নে নানা পরামর্শ দেন ভারতের সাবেক অধিনায়ক। বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ডাকলে চলে আসবেন তিনি।

সম্পর্কিত খবর

    ২০১২ সালে আয়োজনের পর থেকে প্রতি আসরে বিপিএলে বির্তক হয়। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টের মান উন্নয়নে নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলী। বলেন, ‘বিপিএলকে আরও ভালো করা যাবে। আমি পাপন ভাইয়ের (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলেছি। পাপন ভাই আমার দাদার মতো, কখনো ডাকলে ভেবে দেখব।’

    টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের নাজুক অবস্থা সম্পর্কে বেশ ভালো ধারণা রয়েছে সৌরভের। এ ফরম্যাটের ভালো করতে পাওয়ার হিটিং ক্রিকেটের গুরুত্ব দেন তিনি, ‘তোমাদের (বাংলাদেশের) পাওয়ার হিটার লাগবে। টি-টোয়েন্টি এখন অনেক গুরুত্বপূর্ণ ফরম্যাট। এটায় ভালো করতে হবে।’

    ‘বাংলাদেশ দলের পাওয়ার হিটিংয়ে একটু নজর দেওয়া দরকার। টি-টোয়েন্টিতে এটি খুব দরকার। আর সেই পাওয়ার হিটিং মানে হেভি হিটিং যেমন : হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব বা ইংল্যান্ডের বাটলার, অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল, হেড, ক্যামেরুন গ্রিন এদের মতো।’

    বয়সভিত্তিক ক্রিকেটে অবকাঠামো উন্নয়নে গুরুত্ব তুলে ধরে বিসিসিআইয়ের সাবেক সভাপতি বলেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেটে বাউন্সি এবং গ্রিন পিচ বানাতে হবে। ওদের অভ্যস্ত করতে হবে। তাহলেই তোমাদের ক্রিকেট স্ট্রাকচার আরও ভালো হবে।’

    এ সময় বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রশংসাও করেন তিনি, ‘আশা করি এখানে যারা আছেন, বিশেষ করে কোচ আছেন হাথুরুসিংহে। উনি একটু সময় দিলে ভালো করবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি আজ খুব গুরুত্বপূর্ণ ফরম্যাট। বাংলাদেশে ট্যালেন্ট রয়েছে প্রচুর। এখন শুধু পাওয়ার হিটিংটা আয়ত্ত করতে পারলে হয়ে যাবে।’

    সৌরভ গাঙ্গুলী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close