• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

সাকিবের গায়ানাকে হারিয়ে ফাইনালে বার্বাডোজ

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:২০
স্পোর্টস ডেস্ক

সাকিব আল হাসানের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফাইনালে উঠে গেছে বার্বাডোজ রয়্যালস। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বার্বাডোজ জিতেছে ৮৭ রানের বড় ব্যবধানে।

সিপিএলের কোয়ালিফায়ার ম্যাচে প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে বার্বাডোস রয়্যালসকে আগে ব্যাটিংয়ে পাঠায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো বার্বাডোজ রয়্যালস। অধিনায়ক মায়ার্সের সঙ্গে ৫৬ রানের উদ্বোধনী জুটি গড়েন কর্নওয়াল। হ্যারি টেক্টর রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেলে মাঠে নামেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান। এ দু’জনে মিলে গড়েন ৯০ রানের একটি জুটি।

৫৪ বলে ১১ ছক্কা আর ২ চারে ৯১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন কর্নওয়াল। ভয়ংকর হয়ে ওঠা এই ব্যাটারকে ফিরিয়েছেন সাকিব আল হাসান। সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে সাকিবের বল লং অন দিয়ে উড়িয়ে মেরেছিলন রাখিম। সেখানে দাঁড়িয়ে থাকা রোমারিও শেপার্ড তা দ্রুতই তালু বন্দী করেন। তাতে শতক মিসের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় কর্নওয়ালকে।

আজম খানও তুলে নেন ৩৫ বলে ৫২ রানের এক ঝড়ো ইনিংস। যা সাজিয়েছিলেন তিনি চার ছক্কা ও তিন চারে। অধিনায়ক কাইল মায়ার্স করেন ২৬ রান। তাতে ১৯৫ রানের সংগ্রহ পায় বার্বাডোজ।

১৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গায়ানা। ব্যাটিংয়ের পর বল হাতেও যাদু দেখান কর্নওয়াল। আগের দুই ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান ফিরে যান মাত্র ১ রান যোগ করতেই। অধিনায়ক শেমরন হেটমায়ারের ২৯ বলে ৩৭ রান ছাড়া আর কেউ উল্লেখযোগ্য সংগ্রহ করতে পারেননি। এক ছক্কা ও তিন চারে ইনিংসটি সাজান তিনি। শাই হোপ করেন ১৬ রান।

১৭ রান দিয়ে তিন উইকেট শিকার করেন র‌্যামন সিমন্ডস। এছাড়া রাখিম কর্নওয়াল ২১ রান দিয়ে নেন দুই উইকেট। আফগান বোলার মুজিবউর রহমানও নেন দুই উইকেট। তাতে ১৪ বল বাকি থাকতেই মাত্র ১০৮ রানেই থেমে যায় অলআউট হয়ে যায় গায়ানার ব্যাটিং ইনিংস।

এ হারে ফাইনালে খেলার অপেক্ষা বাড়লো গায়ানার। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় এলিমিনেটর জয়ী জ্যামাইকা তাল্লাওয়াসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে গায়ানা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স,সাকিব আল হাসান,সিপিএল,বার্বাডোজ রয়্যালস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close