• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে মুস্তাফিজের উন্নতি

প্রকাশ:  ১৮ আগস্ট ২০২২, ১২:১৩
স্পোর্টস ডেস্ক

জোর পারফরম্যান্স না থাকার পরও আইসিসি ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিং তালিকায় শীর্ষ দশে উঠে এসেছেন বাংলাদেশের পেইসার মুস্তাফিজুর রহমান।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ তালিকা বুধবার প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ১৭ রানে ৪ উইকেট নেন মুস্তাফিজ। তাতেই ১৬তম স্থান থেকে দশম স্থানে জায়গা করে নেন তিনি। ইংল্যান্ডের পেইসার ক্রিস ওকসের সঙ্গে স্থানটি ভাগাভাগি করতে হচ্ছে ফিজকে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অভিষেক হয়েছিল পেইসার এবাদত হোসেনের। ওই ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন তিনি।

সিকান্দার রাজা ও ওয়েসলি মাধভেরের উইকেট নিয়ে বাংলাদেশের ১০৫ রানের বিশাল জয়ে অবদান ছিল এবাদতের, তবে জিম্বাবুয়ের লোয়ার অর্ডারকে ধসিয়ে নিজের উইকেট বাড়িয়েছিলেন মুস্তাফিজ।

সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেকে মেলে ধরতে পারেননি মুস্তাফিজ। ৫৭ রানে এক উইকেট নেন তিনি। ওই ম্যাচ জিতে ৯ বছর পর বাংলাদেশকে হারায় জিম্বাবুয়ে।

দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি ফিজ। ইনজুরি ও ফর্মের কারণে তৃতীয় ম্যাচে শরিফুল বাদ পড়লে তার জায়গায় ঠাঁই হয় মুস্তাফিজের।

এর আগে ২০১৮ সালে র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছিলেন ফিজ।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩৪ রানে ২ উইকেট নেয়ায় র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্পিনার তাইজুল ইসলামেরও। ১৮ ধাপ এগিয়ে ৫৩তম স্থানে উঠে এসেছেন তিনি।

পূর্বপশ্চিম/ম

মুস্তাফিজুর রহমান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close