২৮ অক্টোবর নিয়ে নানান ভাবনা

আজ ২৮শে অক্টোবর
আজ দুই বড় দলের পাল্টা পাল্টি সমাবেশ মহাসমাবেশ নিয়ে রাজধানীতে টান টান উত্তেজনা। আর আমি পাচ্ছি দুই দলের মধ্যে কর্মসূচি শুরুর আগেই সমঝোতার গন্ধ। অপর দিকে স্বাধীনতা বিরোধী জামাত অফচান্সে মাঠে নামতে চেয়ে এ্যামেরিকা এ্যাম্বেসিতে দৌড়ঝাঁপ করেও মাঠে নামার অনুমতি না পেয়ে উল্টা পাল্টা চিন্তা করছে। তাই আমার মনে হয় আইন রক্ষাকারী বাহিনী সহ সকলের হালকা সতর্ক থাকা দরকার।
সম্পর্কিত খবর
অন্যদিকে কিছু ডানপন্থী খুরচা দল ক্ষমতায় যাবার দিবা স্বপ্নে বিভোর হয়ে আজ পল্টনের সমাবেশের দিকে তাকিয়ে আছে। ঢাকার আকাশে বাতাসে গুজব আর টাকার ( আসল ও নকল) নোট উড়ছে। দুই দলের নেতা কর্মীরা যে যা ধরতে পারে।
সুখ আর আনন্দেন খবরের মধ্যে আজ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বহু প্রতিক্ষিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন। যে কারনে সমগ্র চট্টগ্রাম জুড়ে সাজ সাজ রব। বীর চট্রলার মানুষ আজ আনন্দে ভাসছে। এদিকে দুই ধর্মের পবিত্র ধর্মীয় তীথি আজ। হিন্দু ধর্মালম্বিদের লক্ষী পূজা আর বৌদ্ধ ধর্মালম্বিদের আজ প্রবারণা পূর্ণিমা।
ক্রিকেট প্রেমীদের জন্য আজ বিশ্ব কাপের ম্যাচে বাংলাদেশ - নেদারল্যানড ম্যাচ দেখার দিন। তাদের প্রত্যাশা আজ টাইগার্সরা ঘুরে দাড়াবে।
সবকিছু মিলিয়ে দিনটি কিছুটা হলেও দেশবাসীর কাছে মনে রাখার মতো।
এদিকে কিছুটা দুঃখের সংবাদ হচ্ছে মহাখালীতে বহুতর ভবন খাজা টাওয়ারের নেট অফিসে আগুন লাগা ও রাজনৈতিক কারনে আজ ৪০% থেকে ৫০% ঢাকাবাসী ইন্টারনেট সুবিধার বাহিরে থাকবে হয়তো।
তারপরেও উৎসব প্রিয় বাঙালি বিয়ে, জন্মদিন সহ নানা অনুষ্ঠান নিয়ে সংশ্লিষ্টরা আনন্দে মেতে উঠবে। কেওবা অসুস্থ কিংবা মৃত স্বজন কে নিয়ে দুঃখের সাগড়ে ভাসবে । এটাই হচ্ছে জীবন। প্রতিটি দিনই আমাদের জন্য আনন্দ বেদনা কাব্য।
(লেখকের ফেসবুক থেকে নেওয়া)