• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টুইটারে যিশুর জোড়া ভ্যারিফায়েড প্রোফাইল

প্রকাশ:  ১২ নভেম্বর ২০২২, ১৭:২২
নিউজ ডেস্ক

ইলন মাস্কের ৮ ডলারে ব্লু ব্যাজের সুযোগ নিয়ে এবার যিশুর নামের প্যারোডি অ্যাকাউন্টও ভ্যারিফায়েড হয়ে গেছে। তাও আবার একটা নয় দুটো এবং দুই অ্যাকাউন্টই টুইটারের ভ্যারিকেশন ব্যাজ (ব্লু ব্যাজ) পেয়েছে।

এর মধ্যে একজন যিশু নিজের পরিচয় দিয়ে বায়োতে লিখেছেন, কাঠমিস্ত্রী, নিরাময়কারী ও ইশ্বর। ঠিকানা দেয়া হয়েছে ইসরায়েল এবং যিশুর উইকিপিডিয়ার পেজও যুক্ত করে দিয়েছেন। অ্যাকাউন্টের অনুসারীর সংখ্যা ৮ লাখ ১৯ হাজারেরও বেশি। অ্যাকাউন্টের তথ্যে দেখা যাচ্ছে, টুইটার প্রোফাইলটি খোলা হয়েছিল একেবারে টুইটার যাত্রার শুরুর দিকে ২০০৬ সালে।

ইলন মাস্ক যদিও বলছেন, এই ধরনের প্যারোডি অ্যাকাউন্ট তিনি বন্ধ করবেন। অথচ যিশু নামধারী অ্যাকাউন্ট ইলনের এই টুইটই শেয়ার করেছেন।

আরেক যিশু সরাসরি নিজেকে পরিচয় দিয়েছেন একজন ইউটিউবার হিসেবে। তিনি এনিমেটেড কনটেন্ট ও ইউটিউবের তার ভিডিও লিংক শেয়ার দিচ্ছেন। একেবারে যিশুর বেশভূষায় হাজির হচ্ছেন তিনি। এরই মধ্যে তার ফলোয়ার ৭৮ হাজার ছাড়িয়েছে। এই প্রোফাইলটি খোলা হয়েছিল ২০১৫ সালে।

এরই মধ্যে এই দুই টুইটার প্রোফাইল নিয়ে নেটিজেনরা ব্যাপক কৌতুক করছে। একজন টুইটারে লিখেছেন, যিশুর প্রোফাইলকে প্যারোডি বলা হচ্ছে কেন? সত্যিও তো হতে পারে। আবার অনেকে ৮ ডলারে ব্লু ব্যাজের সিদ্ধান্ত নেয়ায় ইলনের সমালোচনাও করছেন।

টুইটার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close