• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সরকারের বিদায় ঘণ্টা বাজানো হবে: মঈন খান

প্রকাশ:  ০১ অক্টোবর ২০২৩, ১৬:০৭
ময়মনসিংহ প্রতিনিধি

গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে অগণতান্ত্রিক সরকারের বিদায় ঘণ্টা বাজানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

রোববার (১ অক্টোবর) দুপুর ১২টায় ময়মনসিংহের ত্রিশালের বগার বাজার এলাকায় বিএনপির রোডমার্চ কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. আবদুল মঈন খান বলেন, অবৈধ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। সরকারকে বাধ্য করা হবে ক্ষমতা থেকে সরাতে।

তিনি বলেন, আজ থেকে ৫২ বছর আগে যে উদ্দেশে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল তা অবৈধ সরকার ধ্বংস করেছে। আজ মানুষ কথা বলার অধিকার হারিয়েছে। সরকার বাকশাল কায়েম করেছে।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

সহস্রাধিক গাড়িবহর নিয়ে রোডমার্চ কর্মসূচিটি ময়মনসিংহ শহর হয়ে ঈশ্বরগঞ্জ, নান্দাইল ঘুরে কিশোরগঞ্জ গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ময়মনসিংহ,ঘণ্টা,সরকার,বিদায়,ড. আবদুল মঈন খান,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close