• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

বিএনপির কর্মসূচি মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে: কামরুল

প্রকাশ:  ০১ এপ্রিল ২০২৩, ১৩:৩৮
নিজস্ব প্রতিবেদক

বিএনপির কর্মসূচি মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, রমজান মাসে বিএনপির কর্মসূচি জনদুর্ভোগ বাড়াচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষকে নিয়ে কাজ করছে বর্তমান সরকার। তাই বিএনপি যতো মিথ্যাচার করুক, তাদের জনসম্পৃক্ততা নেই। আগামী নির্বাচনে জনগণ আবারো শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে।

শনিবার (১ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীরচরে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি নামক দলটির জন্মই হত্যা-ষড়যন্ত্রের মধ্য দিয়ে। যখন বাংলাদেশ বিশ্বে একটা সম্মানজনক অবস্থান পৌঁছে গেছে, তখন ’৭১ এর দোসর বিএনপি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এখনো তারা সেই সন্ত্রাসের পথেই হাঁটছে। মিথ্যাচার ও বাকসন্ত্রাস করছে।

বিএনপি নির্বাচন কমিশন মানে না, আইন মানে না উল্লেখ করে তিনি বলেন, ‌‌বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজপথেই বিএনপিকে মোকাবিলা করা হবে। বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশ নেবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কামরুল ইসলাম,আওয়ামী লীগ,দুর্ভোগ,বিএনপি,মানুষ,কর্মসূচি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close