• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

তত্ত্বাবধায়ক সরকার বলে সংবিধানে কিছু নেই: কামরুল

প্রকাশ:  ২৯ মার্চ ২০২৩, ১৭:২৬
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার বলে সংবিধানে কিছু নেই। তাই সংবিধানের বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরার কোনো সুযোগ নেই। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।

বুধবার (২৯ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ‘সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ’ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে বিএনপি জামায়াতের সাথে সংলাপের সুযোগ নেই জানিয়ে কামরুল ইসলাম বলেন, যারা মুক্তিযুদ্ধ ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়, তাদের সাথে কোনো ধরনের সংলাপ বা আলোচনা করবে না সরকার।

সভায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে খুবই চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এই নির্বাচন খুবই চ্যালেঞ্জিং হবে। নির্বাচন সামনে রেখে সব রাজাকার এক গেছে। তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদেরও এক হতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কামরুল ইসলাম,আওয়ামী লীগ,সংবিধান,তত্ত্বাবধায়ক সরকার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close