• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে: ফখরুল

প্রকাশ:  ১০ মার্চ ২০২৩, ১৪:০৯ | আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৪:১২
সিলেট প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এর পূর্বে তাকে কারান্তরীণ করে রাখা হয়েছিলো চার বছর।

শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট মহানগর বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সরকার প্রতিটি ক্ষেত্রে জনগণের পকেট কেটে টাকা নিচ্ছে।

তিনি বলেন, আমাদের আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনে আমাদের ১৭ জন নেতা-কর্মী রাজপথে প্রাণ দিয়েছেন। শত শত নেতা-কর্মীকে আহত করা হয়েছে। হাজারো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরও তারা কী পেরেছে আন্দোলনকে দমিয়ে রাখতে? পারেনি বন্ধুগণ।

বিএনপি মহাসচিব বলেন, আজকে আরো দুর্বার গতিতে মানুষ জেগে ওঠেছে। এবং জেগে ওঠেছে একটিমাত্র লক্ষ্যে, যেভাবেই হোক এই দানবীয় সরকার, যারা আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে পরাজিত করতে হবে। তাদেরকে বিতাড়িত করতে হবে, পরিবর্তন নিয়ে আসতে হবে, বন্ধুগণ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সিলেট,গৃহবন্দি,খালেদা জিয়া,বিএনপি,মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close