• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ব্যাটিং আবার ডুবাল বাংলাদেশকে

প্রকাশ:  ০৭ মে ২০২৪, ০০:৫০
পূর্বপশ্চিম ডেস্ক

বৃষ্টি আর ব্যাটিং একসঙ্গে ভোগাচ্ছে বাংলাদেশকে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এখন শেষ হলেই যেন এখন হাফ ছেঁড়ে বাঁচে বাংলাদেশ! বৃষ্টি আইনে সোমবার চতুর্থ টি-টোয়েন্টিও হারল বাংলাদেশ। এবারের ব্যবধান ৫৬ রান।

বৃষ্টির দাপটে দুই দলের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেমে আসে ১৪ ওভারে। ভারত আগে ব্যাটিং করে ৬ ওভারে ১২২ রান তোলে। জবাবে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৬৮ রানের বেশি করতে পারেনি। বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ভারত বাংলাদেশকে হোয়াইটওয়াশের অপেক্ষায়।

অন্যদিকে, শেষ টি-টোয়েন্টি হারলে চরম লজ্জাতেই পড়তে হবে নিগার সুলতানা জ্যোতিদের। বোলিংটা মোটামুটি ভালো হলেও ব্যাটিংয়ে রীতিমত ভুগছে বাংলাদেশ। টপ অর্ডার লাগাতার ব্যর্থ। হাল ধরতে পারছে না মিডল অর্ডারে। প্রথম ম্যাচের পর নিষ্প্রভ হয়ে আছে জ্যোতির ব্যাটও। আজ ওপেনার দিলারা আক্তার সর্বোচ্চ ২১ রান করেন। এ ছাড়া রাবেয়া হায়তার ১৩ এবং শরিফা খাতুন ১১ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

অন্যদিকে, ভারতের ব্যাটসম্যানরা ছিলেন সাবলীল। অধিনায়ক হারমানপ্রীত কৌর ২৬ বলে ৩৯ রান করেন ৫ বাউন্ডারিতে। দায়ান হেমালতা ১৪ বলে ২২ রান করেন ২টি করে চার ও ছক্কায়। স্মৃতি মান্দানার ব্যাট থেকে আসে ১৮ বলে ২২ রান। শেষ দিকে রিচা ভোষের ১৫ বলে ২৪ রানে ভালো পুঁজি পায় ভারত।

বাংলাদেশের বোলারদের হয়ে মারুফা আক্তার ও রাবেয়া খান ২টি করে উইকেট পেয়েছেন। শরিফা খাতুন পেয়েছেন ১ উইকেট।

একদিন পরই সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে পারবে তো বাংলাদেশ?

টি-টোয়েন্টি,ক্রিকেট,বাংলাদেশ,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close