• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘পলাতক নেতার নির্দেশে জনগণ রাস্তায় নামবে, এমন আশা বাতুলতা’

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২৩, ১৯:০৬
নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিদেশে পলাতক এক নেতার নির্দেশে জনগণ রাস্তায় নামবে, এমন আশা করা বাতুলতা ছাড়া কিছুই নয়। দেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একাট্টা হয়ে আছে। জনগণ স্বাধীনতা বিরোধীদের কথায় বিভ্রান্ত হবে না।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টির রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, নির্বাচনী বছরে তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে রাজনৈতিক চ্যালেঞ্জ থাকলেও বিরোধী দল বিএনপির সরকার পদত্যাগের আন্দোলন ফ্লপ করেছে। তাদের আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সাংবিধানিক নিয়মেই অনুষ্ঠিত হবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, যারা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন তারাই আগে নিজেদের দুর্নীতি-অপকর্ম মেরামত করুক।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নীলফামারী,রাস্তা,পলাতক,নেতা,নির্দেশ,জনগণ,রাশেদ খান মেনন,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close