• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

বিএনপি সমাবেশ করেছে আর সরকার হরতাল: খসরু

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০২২, ১৬:৪০
নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সমাবেশ করতে এসেছে। তারা জীবন দিয়ে দেশ রক্ষা করবে। বিএনপি সমাবেশ করেছে আর সরকার হরতাল পালন করছে। আজকের সমাবেশ থেকে একটাই শপথ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

সমাবেশে আমির খসরু বলেন, সরকার কথায় কথায় সংবিধানের দোহাই দেয়। খালেদা জিয়া-তারেক রহমানকে অন্যায়ভাবে শাস্তি দেয়া হচ্ছে, এটা কোন সংবিধানে আছে? আজকে বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।

এদিকে বিএনপির জনসভার স্থান গোলাপবাগ মাঠ হলেও তা কমলাপুর স্টেডিয়াম (টিটিপাড়া) পর্যন্ত পৌঁছেছে। সকাল ৮টা থেকে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের জনস্রোত জনসভার দিকে ছুটে যেতে দেখা যায়। তাদের হাতে খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমান ও ধানের শীষের ছবি রয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

হরতাল,সরকার,বিএনপি,সমাবেশ,আমির খসরু মাহমুদ চৌধুরী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close