• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইডেন ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রকাশ:  ১০ নভেম্বর ২০২২, ১০:১৪
নিজস্ব প্রতিবেদক

ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ বুধবার রাতে এ সিদ্ধান্ত দিয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক চিঠিতে স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

সম্পর্কিত খবর

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখা কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।’

    গত ২৪ সেপ্টেম্বর রাতে ইডেন কলেজ ছাত্রলীগের এক সহসভাপতিকে মারধর করেন কলেজ সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা। প্রতিবাদে রাতেই বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

    পরের দিন ২৫ সেপ্টেম্বর সকালে সংবাদ সম্মেলন করে ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান ইডেন কলেজ ছাত্রলীগের ৪৩ সদস্যবিশিষ্ট কমিটির ২৫ জন।

    সন্ধ্যায় পাল্টা সংবাদ সম্মেলন আয়োজন করে সভাপতি-সাধারণ সম্পাদক গ্রুপ। বাকিরা এর প্রতিবাদ জানালে দুই পক্ষে পুনরায় সংঘর্ষ হয়।

    সেই জের ধরে ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

    একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা ভঙের দায়ে সে সময় ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close