• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইসির সংলাপে গণফোরাম

প্রকাশ:  ২৮ জুলাই ২০২২, ১১:২৬
নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে দশটার পর ইসির সঙ্গে সংলাপে বসে দলটি।

গণফোরামের নির্বাহী সভাপতি সংসদ সদস্য মোকাব্বির খানের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।

অন্যদিকে নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারবৃন্দ, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সংলাপে অংশ নেন।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এবং ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাথে বৈঠক হবে।

দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জন্য সময় সময় বরাদ্দ থাকলেও তারা সংলাপে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে।

আজকের পর সংলাপ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। সেদিন জাতীয় পার্টি-জাপা ও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সময় নির্ধারিত রয়েছে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দেড় বছর আগে আগস্টে দলগুলোর সঙ্গে সংলাপের বসেছিল তৎকালীন কেএম নূরুল হুদা কমিশন।

কাজী হাবিবুল আউয়াল কমিশন গত ১৭ জুলাই থেকে শুরু করে এ সংলাপ।

পূর্বপশ্চিম/ম

সংলাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close