• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে: খসরু

প্রকাশ:  ১৮ জুন ২০২২, ২০:৫৮ | আপডেট : ১৮ জুন ২০২২, ২১:০০
নিজস্ব প্রতিবেদক

মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১৮ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে গণমাধ্যমের স্বাধীনতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সুশীল ফোরাম আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাহিদ।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই ভোটারবিহীন সরকারের আমলে এবং গণতান্ত্রিকভাবে সরকার প্রতিষ্ঠা না করা হলে জনগণ মুক্তি পাবে না। গণতন্ত্র উদ্ধারে দলমত নির্বিশেষ ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে বর্তমান ক্ষমতাসীন দল। দেশের মুক্তিকামী মানুষ এ পরিস্থিতি আর সহ্য করবে না। তাই গণতন্ত্রকে ফিরে পেতে দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হতে হবে। গণবিরোধী সরকারকে মনে রাখতে হবে, প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে রাতের আঁধারের বিনা ভোটের সরকারের গদি রক্ষা করা যাবে না। তাই খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, দেশের জনগণ এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই জনগণের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সিলেটসহ সারাদেশে যেসব জায়গা বন্যাকবলিত, সেসব এলাকায় সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আমির খসরু মাহমুদ চৌধুরী,বিএনপি,অধিকার,ভোট,মানুষ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close