• বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১
  • ||

সরিয়ে নেওয়া হবে শাহবাগ থানা, মন্ত্রিসভার সম্মতি

প্রকাশ:  ০৩ জুন ২০২৪, ১৭:১০
নিজস্ব প্রতিবেদক

‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ প্রকল্প বাস্তবায়নের জন্য সরিয়ে নেওয়া হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা। সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে সরিয়ে এটি শেরাটন হোটেলের উল্টো দিকে সাকুরা রেস্তোরাঁর পেছনে নেওয়া হবে।

সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শাহবাগ থানা স্থানান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বৈঠকে এ প্রস্তাব তোলে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে শাহবাগ থানা ছিল অন্যতম প্রধান বাধা। শাহবাগ থানা স্থানান্তরের বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদনের ফলে এ প্রকল্প বাস্তবায়নে আর বাধা রইল না।

মন্ত্রিসভা,থানা,অনুমোদন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close