• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতাল প্রস্তুত আছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে

প্রকাশ:  ১৯ মার্চ ২০২৪, ২১:৫০
পূর্বপশ্চিম ডেস্ক

হাসপাতাল প্রস্তুত রয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার (১৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করণীয় বিষয়াদি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের হাসপাতাল প্রস্তুত আছে, আইভি ফ্লুইড- মেডিসিন পর্যাপ্ত আছে। আমরা যে কেউ আক্রান্ত হতে পারি। সুতরাং আমরা যেভাবে সম্মিলিতভাবে চেষ্টা করে করোনাকে একটি পর্যায়ে নিয়ে আসতে পেরেছি, আমি আশা করি ডেঙ্গুকেও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো।’’

তিনি বলেন, ‘‘আজকের বৈঠকে আমরা যে কয়টি সিদ্ধান্ত নিয়েছি, তার মধ্যে প্রতিরোধের ওপর জোর দিয়েছি। প্রতিটি ওয়ার্ডে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি, মানুষকে সচেতন করা, মানুষকে বোঝানো।’’

তিনি আরও বলেন, ‘‘প্রত্যেক হাসপাতালের পরিচালককে নির্দেশনা দেওয়া হচ্ছে হাসপাতাল যেন প্রস্তুত রাখে। যারা ডেঙ্গু আক্রান্ত রোগী কিংবা জ্বর হয়, তারা যেন সঠিক সময়ে দ্রুত হাসপাতালে আসেন। অনেক সময় দেখা যায় অনেকে দেরিতে আসেন, তখন কিন্তু কিছু করার থাকে না। এই সচেতনতা আমরা তৈরি করবো।’’

এদিকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘‘মশা নির্মূলে সিটি কর্পোরেশন তাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। আজকের মিটিং মন্ত্রী ডেকেছেন শুধুমাত্র সমন্বয় করার জন্য। অনেকের অভিযোগ ওষুধ কাজ করছে না। মেয়র এখানে বলেছেন, বিটিআই নিজে আমদানি করে নিয়ে এসে প্রয়োগ করবেন। স্বাস্থ্য বিভাগের কাজ অনুযায়ী আমাদের হাসপাতাল প্রস্তুত রাখাসহ যা যা নির্দেশনা দেওয়া দরকার আমরা দেবো। সমন্বয় যাতে যথাযথভাবে হয় সেজন্য আজকের এই বৈঠকের আয়োজন।’’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম প্রমুখ।

ডেঙ্গু,হাসপাতাল,স্বাস্থ্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close