• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেট্রোরেলে ঘুড়ি আটকানোর ঘটনায় কারাগারে দুইজন

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫১ | আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০১
পূর্বপশ্চিম ডেস্ক

ঘুড়ি আটকে যাওয়ায় বুধবার মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বিষয়টি সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চায় মেট্রোরেল কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ছয়জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, “চারজনের বয়স কম হওয়ায় পরিবারের থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুইজনকে ঘুড়ি বিক্রি ও ওড়ানোর দায়ে আটক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে কোম্পানি আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযান চালিয়ে ৭,০০০ ঘুড়ি জব্দ করা হয়েছে।”

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি মিরপুরের কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে প্রায় ৪০ মিনিট যাত্রীসেবা বন্ধ ছিল।

গণপরিবহন,মেট্রোরেল,ডিএমপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close