• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শ্রমিকনেতা বাবুল জামিন পেলেন, মুক্তিতে বাধা নেই

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০২৪, ১৭:৫২ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২১:২৯
পূর্বপশ্চিম ডেস্ক

গাড়ি পোড়ানোর অভিযোগে করা এক মামলায় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

জামিন চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ওই মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে উচ্চ আদালতে জামিন চেয়ে ৮ জানুয়ারি আবেদনটি করেন বাবুল হোসেন। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া; সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বড়ুয়া ও ফুয়াদ হাসান।

পরে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, মামলা দায়েরের ১৪ দিন পর বাবুল হোসেনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। এজাহারে তাঁর নাম নেই। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই। বাবুল হোসেন শ্রমিক নন এবং গাজীপুরের বাসিন্দাও নন, মূলত এসব যুক্তিতে জামিন চাওয়া হয়। হাইকোর্ট বাবুল হোসেনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। ফলে তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

গত ১৪ নভেম্বর রাতে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার চান্দনা চৌরাস্তা থেকে বাবুল হোসেনকে আটক করা হয়। পরদিন গাড়ি পোড়ানোর এক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গাড়ি পোড়ানোর অভিযোগসহ বিভিন্ন ধারায় গত বছরের ৩০ অক্টোবর বাসন থানায় মামলা করা হয়েছিল।

পোশাকশিল্প,তৈরি পোশাকশিল্প,গাজীপুর,পোশাক শ্রমিক,ঢাকা বিভাগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close