• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে কোনো মন্তব্য করবে না ইসি

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২৪, ২২:৫২
পূর্বপশ্চিম ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি প্রসঙ্গে কমিশন কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমাদের বক্তব্য যেটা, সেটা গতকাল প্রধান নির্বাচন কমিশনার দিয়েছেন। এর বাইরে আমার কিছু বলার নেই।”

কমিশন যথাযথভাবে নির্বাচনি দায়িত্ব পালন করেছে দাবি করে এই নির্বাচন কমিশনার জানান, তিনি সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি নিয়ে কোনো মন্তব্য করবেন না।

তিনি বলেন, “নিয়ম অনুযায়ী যা যা করার দরকার, তার সবই করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।”

মো. আলমগীর জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট নির্বাচন কমিশন অনুমোদন করেছে।

রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২২৩টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেন।

ভোটের পর বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি দাবি করে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, “বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।”

একই দিনে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, “বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি।”

যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,নির্বাচন কমিশন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close