• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকা-১৪: পোলিং এজেন্টদের আগাম সই নিয়ে রাখার অভিযোগ

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২৪, ১৮:৪৬
পূর্বপশ্চিম ডেস্ক

ভোট শেষ হওয়ার আগে ঢাকা-১৪ আসনের কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের সই নিয়ে রাখার অভিযোগ উঠেছে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী ভোট শেষ হওয়ার পর সই নিতে হয়।

আসনটির স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিনের নেতাকর্মীরা এই অভিযোগ করেন। তারা বলেন, “খালি ফরমে আগাম সই নিয়ে ব্যালটে কারচুপি করা হতে পারে।”

সাবিনা আক্তার তুহিন বলেন, “আমি জানি না কেন এবং কার জন্য প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টদের সই নিয়ে রেখেছেন।”

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিল।

এর আগে আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবার বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। তারপরও ২৮টি রাজনৈতিক দলের ১,৫৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে ছিলেন ৪৩৬ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৬৬ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন,জাতীয় সংসদ,ঢাকা,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close