• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নড়াইল ও লোহাগড়ায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রকাশ:  ০২ মে ২০২৪, ২৩:২৫ | আপডেট : ০৩ মে ২০২৪, ০০:০৮
পূর্বপশ্চিম ডেস্ক

নড়াইল সদর উপজেলা ও লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার শ্বাশ্বতী শীল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ), ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নির্বাচন করছেন।

প্রার্থীরা হলেন- তোফায়েল মাহমুদ তুফান (ঘোড়া), মিলন কুমার মল্লিক (দোয়াত কলম) এবং আজিজুর রহমান ভুঁইয়া (আনারস) প্রতীক।

ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন প্রার্থী হলেন- এস এম মইনুল ইসলাম (তালা) এবং তৌহিদুল ইসলাম (টিউবওয়েল) প্রতীক।

ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন প্রার্থী হলেন- নাজনীন সুলতানা (ফুটবল) এবং সুন্দরী বালা বাগচী (কলস) প্রতীক।

লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন হলেন, বর্তমান চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু (হেলিকপ্টার), ফয়জুল হক রোম (আনারস), তারিকুল ইসলাম উজ্জ্বল (মোটরসাইকেল), মুন্সি নজরুল ইসলাম (দোয়াত-কলম), আইয়ুব হোসেন (ঘোড়া) প্রতীক।

ভাইস-চেয়ারম্যান (পুরুষ) ৭ জন প্রার্থী হলেন- এফ আর রোমান রায়হান (টিয়া পাখি), মো. কামরুল ইসলাম মিন্টু

(মাইক), মোস্তফা কামাল লিওন (টিউবওয়েল), জাহিদুর রহমান (তালা), আলী আজম মোল্যা (বই), মো. বাবুল মিয়া (চশমা মার্কা), মাহমুদুল হাসান (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক। ভাইস-চেয়ারম্যান (মহিলা) ৩ জন প্রার্থী হলেন, ফারহানা

ইয়াসমিন ইতি (কলস), কনিকা ওসিউর (ফুটবল), কাকলি বেগম (হাঁস) প্রতীক।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে নড়াইল সদর উপজেলা ও লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করা হবে।

উপজেলা পরিষদ নির্বাচন,প্রার্থী,প্রতীক বরাদ্দ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close