• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আশুলিয়ায় যাত্রীবেশে বাসে আগুন

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০২৩, ২১:৪৩
নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় বাংলাদেশ বেতারের সামনে এ ঘটনা ঘটে।জানা গেছে, রাতে ইতিহাস পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১৫-৭১৩৭) একটি বাস গাজীপুরের চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সন্ধ্যার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় পৌছলে দৃর্বৃত্তরা যাত্রী বেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে।

আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আগুনে বাস পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা,আশুলিয়া,আগুন,দুর্বৃত্তরা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close