• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘যুক্তরাষ্ট্র অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না’

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১১
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র কখনো অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না দাবি করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়নই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ) সকালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

পিটার হাস বলেন, বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বন্ধ ও শান্তি বজায় রাখতে তরুণদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রত্যাবাসন ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেওয়াসহ বেশ কিছু বিষয়ে কাজ করছে বাইডেন প্রশাসন। সংকট থেকে উত্তরণে সমন্বিত প্রচেষ্টা দরকার।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত আবারো বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পিটার হাস,মার্কিন রাষ্ট্রদূত,হস্তক্ষেপ,ভূরাজনৈতিক,যুক্তরাষ্ট্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close