• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ থামছে না

প্রকাশ:  ০৮ মে ২০২৪, ০০:৪৫
পূর্বপশ্চিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের সামনে ইসরায়েলবিরোধী বিক্ষোভ করেছেন হাজার হাজার ফিলিস্তিনপন্থিরা। সোমবার হাই-প্রোফাইল ফ্যাশন ইভেন্ট মেট গালার অনুষ্ঠান চলাকালীন ফিলিস্তিনিদের পক্ষে র‌্যালি করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় গাজায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে সেখানে স্থায়ী যুদ্ধবিরতির দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে। সেখান থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতারও করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর।

খবরে বলা হয়েছে, লাল কার্পেটে প্রিয় তারকাদের শো দেখতে শত শত দর্শক জড়ো হন মেট গালার প্রাঙ্গণে। সে সময় তাদের ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগান দিতে শোনা যায়। পরে নিরাপত্তা ইস্যুতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অন্যদিকে ইসরায়েলবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক সমাপনীর মূল অনুষ্ঠান বাতিল করেছে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান ইসরায়েলবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান নৃশংসতার বিরোধিতা করে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে বিক্ষোভ ঠেকাতে কঠোর নীতি গ্রহণ করে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রে,বিক্ষোভ,থামছে না
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close