• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ:  ০৪ আগস্ট ২০২৩, ১৫:১৩ | আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৩:৩৮
তারেক হাসান, জবি প্রতিনিধি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে।

(বৃহস্পতিবার) দিবাগত রাত ১টা পাঁচ মিনিটের সময় রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত শিক্ষার্থীর নাম রুদ্র চন্দ্র সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায়।

রুদ্রের সহপাঠী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্নব সরকার পূর্ব- পশ্চিমকে জানিয়েছেন, গত ২২ তারিখে ডেঙ্গু জ্বর এ আক্রান্ত হয়ে থাকে রুদ্র।তারপর থেকেই ক্লাস - পরীক্ষা শেষ করে বাড়ি চলে যায়। তার সাথে যোগাযোগ করার পর জানতে পারি, রুদ্র রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

অর্নব আরও জানান, গতকাল তাকে হাসপাতালে দেখতে গিয়ে জানতে পারি, " থেকে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তার চিকিৎসাধীন ডাক্তার জানায় যে তার কিডনিতে সমস্যা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। সেই সাথে তার ফুসফুসে পানি জমেছে। ওই মুহুর্তেই তাকে রংপুর ডক্টরস ক্লিনিকের আইসিইউ 'তে ভর্তি করা হয় সেইসাথে গতকাল রাতে তাকে ঢাকার ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত,মৃত্যু,জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close