• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তুরস্ক থেকে ফিরলো বাংলাদেশি উদ্ধারকারী দল

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩০
নিজস্ব প্রতিবেদক

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনাকারী ৪৬ সদস্যের বাংলাদেশ দল দেশে ফিরেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিমানবাহিনীর সি-১৩০ বিমানযোগে তেজগাঁও বিমানবন্দরে অবরতণ করে তারা।

উদ্ধারকারী দলের সদস্যদের মধ্যে ছিলেন- সেনাবাহিনীর ২৪ জন, ফায়ার সার্ভিসের ১২ জন, ১০ জন চিকিৎসক ও বিমানবাহিনীর ক্রু ছিলেন ১৪ জন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।

তুরস্কে উদ্ধারকাজ শেষে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের দেশে ফেরা উপলক্ষে বুধবার (২২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করা হবে। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভূমিকম্পের পর ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. রুহুল আমিনের নেতৃত্বে দলটি তুরস্কে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। ১০ ফেব্রুয়ারি সেখানে এক কিশোরীকে জীবিত এবং ৩ জনের মরদেহ উদ্ধার করে দলটি।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৪৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দল,উদ্ধারকারী,বাংলাদেশ,তুরস্ক,ভূমিকম্প
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close