• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডেঙ্গুতে আক্রান্ত আরো একজন হাসপাতালে, মৃত্যু নেই

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৮
নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ১৯ জন। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। আক্রান্ত ব্যক্তি ঢাকার বাইরের বাসিন্দা।

বর্তমানে যে ১৯ জন হাসপাতালে ভর্তি তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ১৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় রয়েছেন ৬ জন।

গত ১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭০০ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৩৬৫ জন।

১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গু থেকে সেরে ওঠে হাসপাতাল ছেড়েছেন ৬৭২ জন। তাদের মধ্যে ঢাকার ৩১৬ জন ও ঢাকার বাইরের রয়েছেন ৩৫৬ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,হাসপাতাল,ডেঙ্গু,আক্রান্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close