• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এমন দিন আসবে ঘর নেওয়ার মানুষ পাওয়া যাবে না: মতিয়া

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০২২, ২০:৫৬
শেরপুর প্রতিনিধি

আশ্রয়ণের লাল-সবুজের ঘর বিতরণকে অনন্য ও অসাধারণ উদ্যোগ উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, যতোদিন শেখ হাসিনা বেঁচে থাকবেন ততোদিন গরিবের ঘর অনন্ত জাগরূক থাকবে। এমন দিন আসবে ঘর নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞানভিত্তিক দেশ গড়তে সাহসের খেয়া পাড়ি দিয়েছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

তিনি বলেন, নতুন প্রজন্মের চোখে আলো লাগানোর জন্য শেখ হাসিনা কোটি কোটি টাকা খরচ করেন। জ্ঞানভিত্তিক দেশ গড়তে কৃষক-শ্রমিক, মেহনতি মানুষের সন্তানদের হাতে বছরের প্রথম দিন নতুন বই তুলে দিয়েছেন। নিম্ন মধ্যবিত্ত একটি দেশে বছরের প্রথমদিন বিনামূল্যে কোটি কোটি বই দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল।

শেখ হাসিনা দেশ ও জনগণের কল্যাণের জন্য নির্ঘুম রাত কাটান উল্লেখ করে করে মতিয়া চৌধুরী বলেন, দেশের অবকাঠামোর জন্য, দরিদ্র মানুষের পেটে ভাত দেওয়ার জন্য, পরনের কাপড়ের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য, স্বাস্থ্যের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য নির্ঘুম রাত কাটান শেখ হাসিনা। তাই তার সরকার বার বার দরকার। দেশকে এগিয়ে নিতে তার বিকল্প নেই।

পূর্বপশ্চিমবিডি/এসএম

শেরপুর,আওয়ামী লীগ,কৃষিমন্ত্রী,মতিয়া চৌধুরী,ঘর,মানুষ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close