• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হতে পারে

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০২২, ২১:১৩
নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি ঘনীভূত হয়ে আগামী পাঁচ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ কমে যেতে পারে বলেও আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘণীভূত হতে পারে।

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, আগামী পাঁচদিনের মধ্যে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ক্রমে কমতে পারে বলেও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বঙ্গোপসাগর,লঘুচাপ,ঘনীভূত,বাংলাদেশ,আবহাওয়া অধিদপ্তর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close