• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মানব পাচারকারী চক্রের মূলহোতা ইকবাল গ্রেপ্তার

প্রকাশ:  ১১ অক্টোবর ২০২২, ১৯:২৪
নিজস্ব প্রতিবেদক

মানব পাচারের অভিযোগে রাজধানীর পল্টন এলাকা থেকে মো. ইকবাল হোসেন (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

সম্পর্কিত খবর

    গ্রেফতারকৃত ইকবাল কুমিল্লা জেলার লালমাই থানার কেদার দুয়ার গ্রামের মৃত এ কে এম ইউনুছের পুত্র।

    র‌্যাব-৩’র সহকারি পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক বলেন, ‘সোমবার রাত ১০টার দিকে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পল্টন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের অন্যতম মূলহোতা মো. ইকবাল হোসেনকে গ্রেফতার করে।’

    এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৪টি সীমকার্ড, ১টি ড্রাইভিং লাইসেন্স, ৩টি এটিএম কার্ড, এবং নগদ ৬৪ হাজার ৮৮০ টাকা জব্দ করা হয়।

    এএসপি ফারজানা হক জানান, গ্রেফতারকৃত ইকবাল হোসেনের জনশক্তি রপ্তানির কোন লাইসেন্স নেই। সৌদি আরবে ফার্মেসিতে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়া ফ্রীসহ লোভনীয় কথাবার্তা বলে প্রতারণামূলকভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইকবাল।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close