• বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১
  • ||

ভ্যাপসা গরম কমার আভাস

প্রকাশ:  ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৯:২২
নিজস্ব প্রতিবেদক

কয়েক দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে ভ্যাপসা গরম থাকলেও বৃষ্টির দেখা মিলছে কম, তবে সাগরে সৃষ্ট লঘুচাপে শনিবার থেকে বৃষ্টির পর গরম কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘সাগরে কাল (শনিবার) একটা লঘুচাপ হতে পারে। লঘুচাপের পর বৃষ্টি বাড়বে। এরপর একটু গরম কমার সম্ভাবনা আছে।’

সম্পর্কিত খবর

    ঢাকার রমনা এলাকায় গুগল ওয়েদারে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস দেখালেও রিয়েল টাইম অনুভূতি ৪০ ডিগ্রি। আর্দ্রতা শতকরা ৬৭ ভাগ। দিন বাড়ার সঙ্গে সঙ্গে গরমের আধিক্য বাড়তে থাকবে।

    মরুর দেশ সৌদি আরবের রাজধানী জেদ্দায় তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূতি ৩৩ ডিগ্রি সেলসিয়াস। মরুতে বৃষ্টি না হলেও গরমের অনুভূতি বাংলাদেশের চেয়ে কম।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close