• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মহাসড়কে ট্রাক লরি মোটরসাইকেল চলবে না সাত দিন

প্রকাশ:  ০৬ জুলাই ২০২২, ১৬:৩৯ | আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৭:৩৫
নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে মোটরসাইকেল, ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৬ জুলই) এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ এ তথ্য জানায়।

বিআরটিএ তাদের বিজ্ঞপ্তিতে জানায়, ঈদুল আজহায় যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ঈদের আগের তিন দিন, ঈদের দিন ও ঈদের পরের তিন দিন (৭-১৩ জুলাই) মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার, কাঁচা চামড়া, পশু বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

এছাড়া, যাত্রীদের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ওই সাত দিন মোটরসাইকেলে রাইড-শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী বহন করা যাবে না। এক জেলার রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না।

তবে, যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় নিতে হলে সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে/জেলা পুলিশের অনুমতি নিতে হবে।

পূর্বপশ্চিম- এনই

মহাসড়ক,ঈদযাত্রা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close