• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

দু’দিনে মানুষের সঙ্গে ঢাকায় ফিরলো ২০ লাখ সিমও

প্রকাশ:  ০৭ মে ২০২২, ১৯:৫৪ | আপডেট : ০৭ মে ২০২২, ১৯:৫৬
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। গত দুইদিন ঢাকায় ফিরেছেন ২০ লাখেরও বেশি সিম ব্যবহারকারী। শনিবার (৭ মে) বিকেলে মোবাইল অপারেটরদের বরাত দিয়ে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি জানান, ঈদের তৃতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ মে) ঢাকায় ঢুকেছেন ছয় লাখ ৩২ হাজার ৪৮৫ সিম ব্যবহারকারী। শুক্রবার (৬ মে) এসেছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০টি সিম ব্যবহারকারী। অর্থাৎ এ দুইদিনেই ঢাকায় এসেছেন ২০ লাখ ৩০ হাজার ১৬৫ সিম ব্যবহারকারী।

মন্ত্রীর এ তথ্য শুধু সিমের। অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেকের সঙ্গে শিশু বা কিশোর এসেছেন, যাদের মোবাইল নেই। সে হিসেবে বলা যাচ্ছে, এ দুই দিনে ঢাকায় ঢোকা মানুষের সংখ্যা আরো বেশি।

এ বছর ৩০ রমজান পূর্ণ হওয়ায় গত মঙ্গলবার দেশে (৩ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবার তুলনামূলক ঈদযাত্রা স্বস্তিরই হয়েছে বলে জানাচ্ছেন ঢাকায় ফেরা মানুষেরা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সিম,ঢাকা,মানুষ,পবিত্র ঈদুল ফিতর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close