• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মহাসড়কের জায়গা বিক্রি, প্রতারক গ্রেপ্তার

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২২, ১২:১০
অনলাইন ডেস্ক

মহাসড়কের জমি বিক্রি করে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. গোলাম ফারুক নােম এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‌্যাব।

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংক্ষিপ্ত বার্তায় এই তথ্য জানানো হয়।

র‍্যাবের পাঠানো বার্তায় বলা হয়েছে, ফারুকের বিরুদ্ধে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ফারুক হত্যাচেষ্টা মামলার আসামি বলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারণামূলকভাবে মহাসড়কের জমি ক্রয়-বিক্রয়সহ ব্যাংকে বন্ধক দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন গোলাম ফারুক।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ১২টায় সাংবাদিকদের ব্রিফ করবেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। রাজধানী ঢাকার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

পূর্বপশ্চিম/এনএন

মহাসড়ক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close