• শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

দাদিকে দেখতে ঢাকায় কোকোর মেয়ে জাফিয়া

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১২
নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান দাদীকে দেখতে ঢাকায় এসেছেন।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে তিনি গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করেন।

জানা গেছে, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাফিয়া রহমান গুলশানে আসেন।

এর আগে, প্রায় আড়াই মাস ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান। গত ১৫ জানুয়ারি ছোট মেয়ে জাহিয়া রহমান ও পরের দিন ১৬ জানুয়ারি শর্মিলা রহমান ঢাকা থেকে লন্ডন চলে যান।

দীর্ঘ ৮০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এখন নিজ বাসায় অবস্থান করছেন।

পূর্বপশ্চিম- এনই

কোকোর মেয়ে জাফিয়া,খালেদা জিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close