• মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এক সপ্তাহে সংক্রমণ বাড়ল ১৮০ শতাংশ

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০২২, ১৯:০২ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৯:১০
নিজস্ব প্রতিবেদক

দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ১৮০ শতাংশ। একই সময়ে মৃত্যু বেড়েছে ৮৮ শতাংশ।

সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক সপ্তাহে (১৭ জানুয়ারি-২৩ জানুয়ারি) দেশে দুই লাখ ৫৫ হাজার ৪৫৫ জনের নমুনা পরীক্ষায় ৬৭ হাজার ৪২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে পূর্ববর্তী সপ্তাহে (১০-১৬ জানুয়ারি) এক লাখ ৮৯ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজার ১১ জন। এতে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ১৮০ দশমিক ৮ শতাংশ।

এছাড়া গত এক সপ্তাহে দেশে করোনায় ৭৯ জনের মৃত্যু হয়েছে, যা পূর্ববর্তী সপ্তাহে ছিল ৪২ জন। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু বেড়েছে ৮৮ দশমিক ১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৩৮ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


পূর্বপশ্চিম/এসকে

করোনাভাইরাস,করোনা,ওমিক্রন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close