• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বই মেলায় আমিরুল হাছানের চতুর্থ কাব‍্যগ্রন্থ রহস্যের ব্যথা

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৬ | আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৩
নিজস্ব প্রতিবেদক
অমর একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে আমিরুল হাছানের চতুর্থ কাব‍্যগ্রন্থ রহস্যের ব্যথা

অমর একুশে বই মেলা ২০২৪ এ প্রকাশ হয়েছে কবি আমিরুল হাছানের চতুর্থ একক কাব‍্যগ্রন্থ রহস‍্যের ব‍্যথা। পাচ ফর্মার যে বইটি প্রকাশ করেছে কবিতা চর্চা প্রকাশনা। অমর একুশে বইমেলার ৬১২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে কাব্যগ্রন্থটি। রহস্যের ব্যথা বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। কবি আমিরুল হাছান তার এবারের কাব্যগ্রন্থে আদি ও আসলের মিলন ঘটানোর চেষ্টা করেছেন। আমিরুল হাছান মূলত কবিতার মধ্য দিয়ে এই বইতে আদি অন্তের শূন্যের ভেতর মানুষের অস্থায়ী জীবনের সংঘ খুঁজেছেন সাধু সন্তের মতো।

সম্পর্কিত খবর

    চর্চা প্রকাশনার প্রকাশক বদরুল হায়দার রহস্যের ব্যথা কাব্যগ্রন্থটি নিয়ে বলেন, ‘রহস্যের ব্যথায় কবি ইচ্ছা, জ্ঞান, সাহস মিলিয়ে একটি আধ্যাত্তিক ধ্যান মগ্নতা রহস্য ভেদের অপার মুগ্ধতার প্রকাশ ঘটাতে চেয়েছেন। যেখানে প্রেম সার্বক্ষণিক চলমান সত্তা তেমনি রহস্যের ব্যথা কাব্যগ্রন্থে তার প্রতিচ্চিত্রের পূর্ণতা রয়েছে। রহস্যের ব্যথা কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতাই পাঠককে নতুন ভাবনায় নিয়ে যাবে। চমৎকার লিখেছেন এই বইটিতে কবি আমিরুল হাছান। কাব্যগ্রন্থটি কবিতা প্রেমী ও পাঠকের সংগ্রহের মতো’।

    রহস্যের ব্যথা বইটি নিয়ে কবি আমিরুল হাছান বলেন, ‘রহস্যের ব‍্যথা কাব‍্যগ্রন্থটি আমার একক চতুর্থ কবিতার বই। বইটি প্রকাশ পাওয়ার পর থেকেই পাঠকের ভালো সাড়া পাচ্ছি। বইমেলায় যারাই পদচারন করবেন বইটি দেখার অনুরোধ জানান কবিতা প্রেমিদের।

    পূর্বপশ্চিমবিডি/এটিই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close